মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া ও একাত্তরের নরঘাতক, জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ‘সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের তিন নেতাকে সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বুধবার বেলা তিনটার দিকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এরশাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তিন নেতাকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে ওই তিন নেতা সংগঠনের নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যক্রমে জড়িত আছেন এমন অভিযোগে তাদেরকে স্থায়ী বহিষ্কারের জন্য জেলা ছাত্রলীগের কাছে সুপারিশ করা হয়। অব্যাহতি পাওয়া তিন নেতা হলেন লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি গাজী আমজাদ, মো. তাউসিফ ও উপদপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মাসুম।
লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফুর রহমান বলেন, সংগঠনের নীতি–আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় ওই তিন নেতাকে সংগঠনের সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অব্যাহতির পর থেকে তাদের কোনো কর্মকাণ্ডের দায়ভার লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ বহন করবে না।