বিচারককে ঘুষের প্রস্তাব দেওয়ায় পুলিশ সদস্য প্রত্যাহার

চট্টগ্রাম প্রতিনিধি

আসামির জামিন মঞ্জুর করতে চট্টগ্রামের এক বিচারককে ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগে এক পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার নাম দুলাল মিয়া। তিনি চট্টগ্রাম আদালতে বায়েজিদ বোস্তামী থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখায় কর্মরত ছিলেন। আজ বুধবার এ ঘটনা ঘটে।

আদালত সূত্র জানায়, আজ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরোয়ার জাহানের খাসকামরায় তার সঙ্গে দেখা করতে যান কনস্টেবল দুলাল মিয়া। ওই সময় তিনি পারিবারিক সহিংসতার ঘটনায় করা একটি মামলার নথি নিয়ে যান বিচারকের কাছে। নথির সঙ্গে টাকার বান্ডল নিয়ে যান। একপর্যায়ে বিচারককে মামলার এক আসামির জামিন মঞ্জুরের জন্য তদবির করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে যান বিচারক। পরে ওই কনস্টেবলকে খাসকামরায় আটকে রেখে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়।

universel cardiac hospital

চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (প্রসিকিউশন) এস এম হুমায়ুন কবির বলেন, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ কনস্টেবলকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন