পরীক্ষা পেছানো ৩ বোর্ডেও ৬০ দিনেই ফল : শিক্ষামন্ত্রী

মত ও পথ ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি

প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রামসহ তিন বোর্ডের চার বিষয়ের পরীক্ষা পিছিয়ে দেওয়া হলেও সব বোর্ডেই একসঙ্গে ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তিন বোর্ডের পরীক্ষা পিছিয়ে দিতে আমরা বাধ্য হয়েছে। তবে সব বোর্ডের ফলাফল একসঙ্গেই প্রকাশ করা হবে। সেটা পরীক্ষার নিয়ম অনুযায়ী ৬০ দিনের মধ্যেই।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকাল ১০টায় রাজধানীর তেজগাঁও কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন এসে তিনি এ কথা বলেন।

২০২৪ সালের এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি এপ্রিলে অনুষ্ঠিত হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি ও প্রাকৃতিক দুর্যোগের কারণে গত দুই-তিন বছর আমাদের একাডেমিক ক্যালেন্ডার একটু এলোমেলো হয়েছে। আগামী বছর থেকে এটা ঠিক হয়ে যাবে আশা করি। আগামী বছর আমরা চেষ্টা করবো এইচএসসি পরীক্ষায় এপ্রিলে এবং এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে নেওয়ার। সে অনুযায়ী ক্লাসে পাঠদান করানো হবে।

শেয়ার করুন