৩ সেপ্টেম্বর বসছে সংসদের ২৪তম অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদ অধিবেশন
ফাইল ছবি

একাদশ জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু হবে আগামী ৩ সেপ্টেম্বর রোববার। এদিন বিকেল ৫টায় একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন শুরু হবে।

বুধবার (১৬ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী ৩ সেপ্টেম্বর সংসদ ভবনের সংসদ কক্ষে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন শুরু হবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন।

এর আগে গত ৩১ মে একাদশ জাতীয় সংসদের ২৩তম অধিবেশন শুরু হয়। এটি ছিল বাজেট অধিবেশন। এ অধিবেশনে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট পেশ ও পাস হয়।

শেয়ার করুন