বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পরে আওয়ামী লীগ এই দেশটাকে দুঃশাসনের রাজ্য বানিয়েছিল, একটা লুটপাটের রাজত্ব তৈরি করেছিল। তাদের নিজেদের তৈরি সংবিধান ভেঙেচুরে জরুরি অবস্থা, বিশেষ ক্ষমতা আইন এবং সবশেষে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠা করেছিল।
আজ শুক্রবার সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, যখন জিয়াউর রহমানকে দায়িত্ব দেওয়া হলো, তখন তিনি দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পঁচাত্তরের ১৫ আগস্টের ঘটনার সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন বলে প্রধানমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তাকে মিথ্যাচার বলে মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, এখন ওরা এমন সব অলিক গল্প ফাঁদে যে শহীদ জিয়াউর রহমান প্রয়াত নেতা শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। শুধু ইতিহাসকে বিকৃত করতে তারা এটা করছে। জনগণের যে আন্দোলন শুরু হয়েছে, গণতন্ত্র ফেরাতে সেই আন্দোলনকে বিপথে পরিচালিত করতে সরকার এসব বক্তব্য দিচ্ছে।