‘শিশুদের জন্য আরও সিনেমা তৈরি করা দরকার’

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

২০১৮ সালে ‘বিএফডিসি কমপ্লেক্স’ ভবন নির্মাণের অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা ছিল, ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ১৫ তলা ভবনটির কাজ শেষ হবে। কিন্তু অনুমোদনের ৫ বছর পর কেবল ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর এই পর্যায়ে এসে ভবনটির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২০ আগস্ট) সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজন করা হয় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দেশের সিনেমা শিল্পের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। ভালো মানের সিনেমা নির্মাণের আহ্বান জানিয়ে তিনি বলেন, সিনেমায় বার্তা থাকতে হবে জনসাধারণের জন্য। কোনটা ভালো, কোনটা মন্দ সেগুলো মানুষকে শেখাবে সিনেমা। দৃষ্টি প্রসারিত হবে মানুষের। এক সময় সিনেমা শিল্প মুখ থুবড়ে পড়েছিল। আমি উদ্যোগ নিয়েছিলাম এই শিল্পকে বাঁচানোর। সিনেমাগুলোকে ডিজিটাল সিস্টেমে নিয়ে আসা হয়েছে। তথ্য আর্কাইভ করা হয়েছে। অনেকগুলো ভালো সিনেমা হল চালু হয়েছে। ভালো ভালো সিনেমা তৈরি হয়েছে যেগুলো আন্তর্জাতিক মহলে প্রশংসা পেয়েছে।

আরেকটি বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী; সেটা হলো শিশুতোষ সিনেমা। তার ভাষ্য, ‘আমি একটা অনুরোধ করবো, শিশুদের জন্য আরও সিনেমা তৈরি করা দরকার। যেখান থেকে শিশুরা অনেক কিছু শিখতে পারে।’

প্রধানমন্ত্রী জানান, ঢাকায় সিনেমা শিল্প গড়ে ওঠার পেছনে তার মায়ের অবদান রয়েছে। তিনি বলেন, “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বাংলাদেশে চলচ্চিত্রের প্রসার ঘটেছে। এর পেছনে আমার মায়ের অবদান আছে। সিনেমা দেখে একদিন মা ও আব্বা ফিরছিলেন। মা বলছিলেন, ‘আমরা বাঙালিরা বাংলাদেশে সিনেমা তৈরি করতে পারি না?’ এরপরেই মন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পরে এফডিসি গড়ে তোলার উদ্যোগ নেন বঙ্গবন্ধু।”

অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেছেন, বাঙালি জাতির কৃষ্টি, সংস্কৃতি সংরক্ষণের বিষয়টি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করতে পেরেছিলেন। তাই বিএফডিসি নির্মাণ করেন। আমাদের সংস্কৃতি সংরক্ষণে এফডিসি ভূমিকা রাখছে। দেশে আজ হল সংখ্যা ২০০ এর ওপরে, সিনেপ্লেক্স ২০টি। চলচ্চিত্র শিল্পে সুদিন ফিরে এসেছে। চলচ্চিত্রে বড় স্থাপনা এর আগে হয়নি, প্রধানমন্ত্রীর হাত ধরেই এফডিসি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে।

বলা প্রয়োজন, বিএফডিসি মাল্টিপ্লেক্সটি ঢালিউডের জন্য বড় মাইলফলক হতে যাচ্ছে। বিশাল এই ভবনে থাকবে এফডিসির মূল কার্যালয়, ফিল্ম আর্কাইভ, চলচ্চিত্র জাদুঘর, শুটিং ফ্লোর, অনুশীলন কক্ষ, আবাসিক হোটেল, শপিং মল, সুইমিংপুল, ব্যায়ামাগার ও মাল্টিপ্লেক্স। ভবনটির জন্য শুরুতে ৩২২ কোটি ৭৭ লাখ টাকা অনুমোদন দিলেও পরবর্তীতে তা আরও বাড়ানো হয়েছে বলে জানা যায়। আগামী বছরের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ হতে পারে বলে প্রত্যাশা করছেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন