চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ৫০ ছুঁয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি

দ্বিতীয়বার ডেঙ্গু আক্রান্ত হলে করণীয়
ফাইল ছবি

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে ৫০ জনের মৃত্যু হলো। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৭৯ জন। আজ বুধবার সিভিল সার্জনের কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ বছর চট্টগ্রামে ৪ হাজার ৯৪৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩০০ জন। ডেঙ্গুতে মারা যাওয়া ৫০ জনের মধ্যে ১৯ জন শিশু–কিশোর। সবচেয়ে বেশি ২৫ জন মারা গেছেন চলতি মাসে। গত জুলাই মাসে মারা যান ১৬ জন।

universel cardiac hospital

জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ২৪ ঘণ্টার প্রতিবেদন তৈরি করা হয়। প্রকৃতপক্ষে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা আরও বেশি হবে। কারণ, অনেকে ডেঙ্গু শনাক্ত কিংবা চিকিৎসার রিপোর্ট সময়মতো দেয় না।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে চট্টগ্রামে ৪১ জনের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন প্রায় সাড়ে পাঁচ হাজার।

শেয়ার করুন