সামরিক স্বেচ্ছাসেবকদের রুশ পতাকার সামনে শপথ নেওয়ার আদেশ পুতিনের

মত ও পথ ডেস্ক

ভ্লাদিমির পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফাইল ছবি

রাশিয়ার সামরিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সব স্বেচ্ছাসেবককে দেশটির জাতীয় পতাকার সামনে শপথ নেওয়ার আদেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা তাসের খবরে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।

তাসের প্রতিবেদনে বলা হয়, এ–সংক্রান্ত আদেশ দিয়ে একটি ডিক্রি জারি করেছেন পুতিন। এর আওতায় পড়বেন ইউক্রেন যুদ্ধে সামরিক কাজে অংশগ্রহণকারী, সেনাবাহিনীর সহায়তাকারী এবং আঞ্চলিক প্রতিরক্ষা দলগুলোতে কাজ করা রুশ নাগরিকেরা। এ শপথের অর্থ কী, তা পরিষ্কার নয়।

তবে এমন এক সময় পুতিন এ আদেশ দিলেন, যখন ভাগনার যোদ্ধারা নেতৃত্বের ঘাটতিতে রয়েছেন। গত বুধবার রাশিয়ার রাজধানী মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গ শহরে যাওয়ার পথে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়। সেটির ১০ আরোহীর সবাই নিহত হয়েছেন। উড়োজাহজাটির যাত্রীতালিকায় ছিল ভাগনারপ্রধান ইয়েভগেনি প্রিগোজিনের নামও।

শেয়ার করুন