সাইবার নিরাপত্তা আইন নিয়ে ৫০০ মতামত আইন মন্ত্রণালয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইনের বিষয়ে ব্যক্তি, প্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গা থেকে পাঁচশর মতো মতামত এসেছে। এসব মতামত আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে তথ্য ও যোগযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। দেশ-বিদেশে ব্যাপক সমালোচনার মুখে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে রোহিত করে ‘সাইবার নিরাপত্তা আইন’ নামে নতুন আইন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৭ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

এরপর ৯ আগস্ট আইনটির খসড়া আইসিটি বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে অংশীজনদের মতামত চাওয়া হয়। এ জন্য তারা ১৪ দিন সময় দিয়েছিল। আইসিটি বিভাগ সূত্র জানিয়েছে, ২২ আগস্ট মতামত দেওয়ার শেষদিন ছিল। সেদিন পর্যন্ত তাদের কাছে প্রায় ৫০০ মতামত এসেছে। এতে একই মতামত ভিন্ন ভিন্ন নামে এসেছে, যার সংখ্যা ১৭৬। বিভাগ থেকে মতামতগুলো আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেখানে এগুলো পর্যালোচনা করা হবে।

শেয়ার করুন