দক্ষিণ আফ্রিকা সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এই সফর ঘিরে নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়েও আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।
সদস্যপদ পাওয়ার জন্য ব্রিকস সম্মেলনে যাননি বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিনি। তবে চাইলে পাব না, বিষয়টা এমন না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি।
প্রধানমন্ত্রী বলেন, ব্রিকসে যাওয়া নিয়ে দেশে অনেকেই সমালোচনা করেছেন। তাদের কাজই সমালোচনা করা। তারা বলছেন, আমরা নাকি ব্রিকসের সদস্যপদ পেতে সম্মেলনে অংশ নেই। কিন্তু বিষয়টা ঠিক না।
আরেক প্রশ্নের জবাবে সরকারপ্রধান বলেন, কখনো পদের জন্য রাজনীতি করিনি। রাজনীতি করেছি দলের জন্য। স্কুলজীবন থেকে রাজনীতি করছি। তারপর কলেজ জীবন, ভার্সিটি সবখানেই রাজনীতি করেছি।