ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিনি: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সদস্যপদ পাওয়ার জন্য ব্রিকস সম্মেলনে যাননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিনি। তবে চাইলে পাব না, বিষয়টা এমন না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আজ মঙ্গলবার বিকেল ৪টার পর গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়।

universel cardiac hospital

প্রধানমন্ত্রী বলেন, ব্রিকসে যাওয়া নিয়ে দেশে অনেকেই সমালোচনা করেছেন। তাদের কাজই সমালোচনা করা। তারা বলছেন, আমরা নাকি ব্রিকসের সদস্যপদ পেতে সম্মেলনে অংশ নিয়েছি। কিন্তু বিষয়টা ঠিক না।

শেয়ার করুন