ড. ইউনূসের জন্য চিঠি আইনের শাসনের জন্য হুমকি: ১৪ দল

নিজস্ব প্রতিবেদক

১৪ দলীয় জোট
ফাইল ছবি

ড. মুহাম্মদ ইউনূসের মামলা নিয়ে শতাধিক নোবেল বিজয়ীর খোলাচিঠির ঘটনাকে আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হুমকিস্বরূপ বলে অভিহিত করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোট। বুধবার রাতে আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ দলের অবস্থানের কথা জানানো হয়।

াবিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষে সই করেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। ক্ষমতাসীন এই জোটে আওয়ামী লীগ ছাড়াও কয়েকটি বামপন্থী দল যেমন ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল ও জাসদ রয়েছে।

universel cardiac hospital

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা স্থগিত করার অনুরোধ জানিয়ে শতাধিক বিশ্বনেতা প্রধানমন্ত্রীকে খোলাচিঠি দিয়েছেন ২৮ আগস্ট। এর সামলোচনা করে ক্ষমতাসীন ১৪–দলীয় জোটের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো।

বিবৃতিতে কেন্দ্রীয় ১৪ দল নেতারা বলেন, বাংলাদেশ একটি স্বাধীন–সার্বভৌম রাষ্ট্র। এ দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। বাংলাদেশের প্রচলিত আইন দ্বারা সব ধরনের বিচারিক কার্যক্রম পরিচালিত হয়। যে কোনো বিচারিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করার এ ধরনের অপতৎপরতা পবিত্র সংবিধান ও আইনের পরিপন্থী।

শেয়ার করুন