চাঁদে কম্পন শনাক্ত করেছে ভারতের চন্দ্রযান

মত ও পথ ডেস্ক

ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩ চাঁদে অবতরণ করে গত ২৩ আগস্ট। ওই দিন চাঁদের দক্ষিণ মেরুতে নামে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রম। চাঁদে অবতরণের পর থেকেই নানা তথ্য পাঠাচ্ছে বিক্রম। এবার চাঁদে কম্পন ও প্রাকৃতিক বস্তুর অস্তিত্ব শনাক্ত করা হয়েছে। বিক্রমে থাকা লুনার সিসমিক অ্যাকটিটিভি (আইএলএসএ) এই ঘটনা রেকর্ড করেছে। বৃহস্পতিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) নতুন এই বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা করার কথা জানিয়েছে।

বিষয়টি নিয়ে যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছে সংস্থাটি। ছয়টি উচ্চ সংবেদনশীল একসেলেরোমিটারের সমন্বয়ে আইএলএসএ গঠিত। দেশীয় প্রযুক্তি ব্যবহার করে সিলিকন মাইক্রোমেশিনিং প্রক্রিয়ায় এটি তৈরি করা হয়েছে। এর মূল সেন্সরটি চিরুনির মতো ইলেকট্রোডসহ একটি স্প্রিং-মাস সিস্টেম দিয়ে গঠিত। খবর হিন্দুস্তান টাইমসের।

universel cardiac hospital

মূলত চাঁদের ভূমিকম্প রেকর্ড করার জন্য আইএলএসএ তৈরি করা হয়েছে। চাঁদে কোনো ধরনের কম্পন অনুভূত হলে স্প্রিংটি স্থানচ্যুত হয়। ভারতীয় মহাকাশযান চন্দ্রযান–৩ চাঁদে অবতরণের দুইদিন পর গত ২৫ আগস্ট চাঁদে কম্পনের ঘটনা রেকর্ড করে বলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) পোস্ট করে জানায় ইসরো।

শেয়ার করুন