সংসদ উপনেতা মতিয়া চৌধুরী বলেছেন, দেশে নারী-পুরুষের বৈষম্য কমে আসছে। আগে কন্যা সন্তান হলে বাবা-মার মুখ কালো হয়ে যেত। এখনও যে এটা হয় না, তা নয়। কিন্তু আগের চেয়ে মুখ কালো হওয়া বন্ধ হয়েছে। নারী-পুরুষের সমান অধিকার, উন্নত জীবন, যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষের উন্নততর জীবন নিশ্চিতে শেখ হাসিনা পরিশ্রম করে চলেছেন। সারাদেশ যখন ঘুমায়, শেখ হাসিনা তখন না ঘুমিয়ে ভাবেন, আগামী দিনটি আরও সুন্দর করে কীভাবে দেশের মানুষকে উপহার দেওয়া যায়।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও কলেজ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘বঙ্গবন্ধু ফাউন্ডেশন’ এর আয়োজন করে।
পররাষ্ট্রমন্ত্রী এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. এ কে আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন– আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ঠান্ডু, সাবেক সচিব শহিদ উল্লা খন্দকার, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, তেজগাঁও কলেজের অধ্যক্ষ এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহসভাপতি ড. হারুন অর রশিদ প্রমুখ।