বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, তিনজন গুলিবিদ্ধ

মাগুরা প্রতিনিধি

মাগুরার মহম্মদপুর উপজেলায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে মহম্মদপুর বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিন পুলিশ সদস্য আহত এবং বিএনপির তিন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের একটি গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করেছে বলে অভিযোগ ওঠে।

বিএনপির নেতাকর্মীরা জানান, আজ বিকেল চারটায় দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। কর্মসূচির উদ্দেশ্যে মাগুরা-মহম্মদপুর সড়কের পল্লী বিদ্যুতের সামনে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। সেখান থেকে শোভাযাত্রা নিয়ে মহম্মদপুর বাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে তাদের সভা হওয়ার কথা ছিল। বিকেল সাড়ে চারটার দিকে সেখানেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

universel cardiac hospital

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী বলেন, বাজারের মধ্যে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন। এ সময় পুলিশ তাদের কয়েকজন নেতাকর্মীকে আটক করে এবং শোভাযাত্রায় বাধা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিপেটা ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। একই সময়ে আওয়ামী লীগের একটি গ্রুপ ঘটনাস্থলে এলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়।

শেয়ার করুন