মালিবাগে রেলের অস্থায়ী শ্রমিকদের অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

রেলপথ

চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানী ঢাকার মালিবাগে রেললাইন অবরোধ করেছেন বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

রোববার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

universel cardiac hospital

তিনি বলেন, আমরা সকাল ১০টার দিকে মালিবাগে রেললাইন অবরোধের খবর পাই। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা চাকরি স্থায়ীকরণের দাবিতে রেললাইন অবরোধ করেছেন।

তিনি বলেন, তাদের সঙ্গে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে আলোচনা করতে রেলওয়ের কর্মকর্তারাও ঘটনাস্থলে আসছেন। আশা করি দ্রুতই সমাধান করে রেল চলাচল স্বাভাবিক করা হবে।

এছাড়া একই দাবিতে ঢাকার প্রবেশদ্বার টঙ্গী রেলওয়ে স্টেশন অবরোধ করে রেখেছেন শ্রমিকরা। তাদের অবরোধের মুখে আটকে পড়েছে নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী উপকূল এক্সপ্রেস এবং দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী জামালপুর কমিউটার নামে দুটি ট্রেন।

শেয়ার করুন