গণতন্ত্র শিখতে বাংলাদেশে আসার জন্য পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী। গতকাল মঙ্গলবার রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জামায়াতের বিরুদ্ধে করা মামলার বিষয়ে আইনমন্ত্রীর ভূমিকা রহস্যজনক বলেও মন্তব্য করেন নজিবুল বশর।
সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, আমি পশ্চিমা দেশগুলোকে বলব, ইউরোপীয় ইউনিয়নকে বলব, বাংলাদেশে আসুন, শেখ হাসিনার কাছ থেকে গণতন্ত্র শিখুন এবং সেকুলার কাকে বলে, সেটা শিখুন।
নজিবুল বশর মাইজভান্ডারী অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে অথচ মানবতাবিরোধী জামায়াতকে আমাদের কাঁধে চড়িয়ে দেওয়ার জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করছে—এটি অত্যন্ত নিন্দনীয়।