করোনাকালে টিকাসহ বিভিন্ন সেবা দিতে সরকারের মোট কত ব্যয় হয়েছে, তা জানাতে চান না স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতা হেনা জানতে চেয়েছিলেন, করোনাকালে ‘জনগণের স্বাস্থ্য সুরক্ষায় ভ্যাকসিনসহ নানাবিধ সেবা’ দিতে মোট ব্যয়ের পরিমাণ কত?
এর লিখিত জবাবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চীন, ভারত ও কোভ্যাক্স হতে সর্বোচ্চ প্রতিযোগিতামূলক মূল্যে লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের মতামত এবং অর্থ বিভাগ, সিসিজিপি ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে সর্বোচ্চ সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে ভ্যাকসিন ক্রয় করা হয়েছে। উল্লেখ্য, নন-ক্লোজার অ্যাগ্রিমেন্টের মাধ্যমে ভ্যাকসিন ক্রয় করায় মহান জাতীয় সংসদে অর্থ খরচের হিসাব প্রকাশ করা সমীচীন হবে না।
এর আগেও করোনা টিকা ও চিকিৎসা ব্যয়–সংক্রান্ত প্রশ্নে একই জবাব একাধিকবার দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে গতকাল বিকেলে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।