নাটোর-৪ আসনে উপনির্বাচন ১১ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

উপ-নির্বাচন
প্রতীকী ছবি

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১১ অক্টোবর এই শূন্য আসনে ভোটগ্রহণ হবে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ২৩তম কমিশন সভা শেষে এসব তথ্য জানান নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম।

তফসিল ঘোষণা করে ইসি সচিব বলেন, নাটোর-৪ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৯-২১ সেপ্টেম্বর। আপিল নিষ্পত্তি ২৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। ২৫ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। ১১ অক্টোবর ভোটগ্রহণ হবে।

universel cardiac hospital

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে। ভোট হবে ব্যালটে। এখানে কোনো সিসিটিভি থাকবে না বলেও জানান ইসি সচিব।

সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের মৃত্যুতে নাটোর-৪ আসনটি শূন্য হয়। গত ৩০ আগস্ট সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

শেয়ার করুন