মোদি-বাইডেনকে সাংবাদিকদের প্রশ্ন করতে দেয়নি ভারত

মত ও পথ ডেস্ক

জি–২০ শীর্ষ সম্মেলন উপলক্ষে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভারতে যাওয়া সাংবাদিকদের যথাযথভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়নি। খবর সিএনএনের।

সাংবাদিকদের দায়িত্ব পালনের সুযোগ বৃদ্ধির জন্য মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হলেও প্রেসিডেন্ট বাইডেন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে দুই নেতাকে প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়নি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

universel cardiac hospital

শুক্রবার রাতে নয়াদিল্লিতে ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে বাইডেনের সঙ্গে মোদির বৈঠক হয়। এর আগের দিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

শেয়ার করুন