নিউজিল্যান্ডকে উড়িয়ে দিলো ইংল্যান্ড

মত ও পথ ডেস্ক

সংগৃহীত ছবি

কার্ডিফে নিউজিল্যান্ডের কাছে পর্যদুস্ত হওয়া ইংল্যান্ড দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়ালো। লিয়াম লিভিংস্টোনের দারুণ ইনিংসের পর বোলারদের নৈপুণ্যে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৭৯ রানে জিতে চার ম্যাচের সিরিজে সমতা ফেরালো তারা।

আগে ব্যাটিংয়ে নেমে ৩৪ ওভারের ম্যাচে ৭ উইকেটে ২২৬ রান করে ইংল্যান্ড। জবাবে ২৬.৫ ওভারে ১৪৭ রানে অল আউট নিউজিল্যান্ড।

universel cardiac hospital

৫৫ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। ট্রেন্ট বোল্ট একাই নেন তিন উইকেট। কিন্তু লিভিংস্টোনের ৭৮ বলে অপরাজিত ৯৫ রানে স্কোরবোর্ডে স্বস্তি ফেরে। এছাড়া স্যাম কারানের ৪২, মঈন আলীর ৩৩ ও জস বাটলারের ৩০ রান অবদান রাখে।

বোল্ট নেন ৩ উইকেট, সাউদি পান দুটি। লক্ষ্যে নেমে দ্বিতীয় বলেই ফিন অ্যালেন বিদায় নেন। ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের ৪৯ রানের জুটি ওই ধাক্কা সামলে নেয়। এরপর কেবল ড্যারিল মিচেল ও টম ল্যাথামের ৫৬ রানের জুটি ছিল বলার মতো।

৩৯ বল ও ৩৬ রানের ব্যবধানে শেষ ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। মিচেল সর্বোচ্চ ৫৭ রান করেন। ইয়াং করেন ৩৩ রান।

ডেভিড উইলি ও রিস টপলি ইংল্যান্ডের পক্ষে সর্বাধিক ৩টি করে উইকেট নেন।

শেয়ার করুন