তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন তৈমুর আলম ও সমশের মবিন

নিজস্ব প্রতিবেদক

প্রয়াত নাজমুল হুদার দল তৃণমূল বিএনপিতে যোগ দিচ্ছেন বিএনপির সাবেক দুই নেতা তৈমুর আলম খন্দকার ও সমশের মবিন চৌধুরী। তারা তৃণমূল বিএনপির শীর্ষ নেতৃত্বে আসছেন, এমন আলোচনাও রাজনৈতিক অঙ্গনে রয়েছে। বিএনপির সাবেক দুই নেতার তৃণমূল বিএনপিতে যোগ দিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাবিবুর রহমান। বিষয়টি অস্বীকার করেননি তৈমুর আলম খন্দকারও।

তৃণমূল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব শেখ হাবিবুর রহমান রোববার রাতে মুঠোফোনে বলেন, শুধু সমশের মবিন বা তৈমুর আলম খন্দকারই নন, বিএনপির সাবেক নেতাদের আরও অনেকে তাদের দলে যোগ দেবেন। ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের কাউন্সিল হবে।

universel cardiac hospital

ওই দুই নেতা তৃণমূল বিএনপির নেতৃত্বে আসছেন কি না, এমন প্রশ্নের জবাবে হাবিবুর রহমান বলেন, আলোচনা চলছে। কাউন্সিলে সিদ্ধান্ত হবে। আর কারা কারা যোগ দিচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন সবার নাম তারা প্রকাশ করতে চান না। তবে অনেকে যোগ দেবেন, আলোচনা চলছে।

তৃণমূল বিএনপি নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর একটি। দলটির প্রতীক সোনালি আঁশ। ইসিতে নিবন্ধিত হওয়ায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের প্রতীকে ভোট করতে পারবে দলটি। আগামী ডিসেম্বরের শেষে বা আগামী বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন