ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হওয়ার চেষ্টা থেকে তুরস্ক সরে আসতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের ৭৮তম সাধারণ অধিবেশনে যোগ দিতে দেশ ছাড়ার আগে শনিবার এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিমত জানান এরদোয়ান। এ জন্য ইইউকে দায়ী করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন তুরস্কের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার চেষ্টা করছে। খবর ডয়চে ভেলের।
তুরস্ককে নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের সাম্প্রতিক মূল্যায়ন বিষয়ে এরদোয়ানের কাছে জানতে চান সাংবাদিকেরা। জবাবে তিনি বলেন, অগ্রগতির বিষয়ে আমরা নিজেরাই মূল্যায়ন তৈরি করব এবং দরকার হলে ইউরোপীয় ইউনিয়নের কাছে থেকে আলাদা থাকব। এরদোয়ান এমন কথা বললেও সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে তার দেশের সংকল্পের কথা জানান। তুরস্কের আবেদনের অগ্রগতির জন্য তিনি ইইউকে সাহসী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।