উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

মত ও পথ ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে তিন দিন বন্ধ থাকার পর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আবারও উৎপাদন শুরু হয়েছে। ত্রুটি কাটিয়ে সোমবার রাত থেকে উৎপাদন শুরু হয়। উৎপাদনে ২৬০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের ডিজিএম মোহাম্মাদ আনারুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন।

universel cardiac hospital

এর আগে গত ১৪ সেপ্টেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায় কেন্দ্রটির।

শেয়ার করুন