যুক্তরাষ্ট্রের ভিসা নীতি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই: প্রধানমন্ত্রী

মত ও পথ ডেস্ক

যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপ শুরু প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটা নিয়ে ভয় পাওয়া বা ঘাবড়ানোর কিছু নেই। এবার বিরোধী দলের কথাও বলা হয়েছে। তিনি বলেন, যারা নিষেধাজ্ঞা দেয়, তাদের বলব, একসময় ১০ হোন্ডা ২০টা গুন্ডায় নির্বাচন হতো। এখন সেই পরিবেশ নেই।

প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এক কোটি ভুয়া ভোটার করেছিল। খালেদা জিয়া ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন নির্বাচন করে ক্ষমতায় এসেছিলেন বলে দেড় মাসও টিকতে পারেননি, জনগণের আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। খবর বাসসের।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে প্রধানমন্ত্রী ভাষণ দেন। বরাবরের মতো বাংলায় দেওয়া এই ভাষণের পর নিউইয়র্কে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ সম্মেলনে তিনি যুক্তরাষ্ট্রের ভিসা নীতি আরোপ শুরু প্রসঙ্গে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ কারও ওপর নির্ভর করে নয়, জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে। জনগণ ভোট দিলে আবার ক্ষমতায় আসবে।

শেয়ার করুন