প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন: ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন জমকালো আয়োজনে উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের উপ-কমিটি গঠন করা হয়েছে।

শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের সভায় এ উপ-কমিটি গঠন করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিনকে আহ্বায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী হেলাল উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এড. মাহাবুবুল আলম খোকনকে সদস্য সচিব করে এই উপ-কমিটি গঠন করা হয়।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, শহর আওয়ামী লীগের সভাপতি হাজী মুসলিম মিয়া, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম ভূইয়া, সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম, জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ হাজী মোঃ মহসিন, সাবেক দপ্তর সম্পাদক তানজিল আহমেদ, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক শেখ মো. মহসিন, সাবেক উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, জেলা যুবলীগ সভাপতি এড. শাহানুর ইসলাম, সাধারণ সম্পাদক এড. সিরাজুল ইসলাম ফেরদৌস, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এড. লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাইদুজ্জামান আরিফ, জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিনারা আলম, সাধারণ সম্পাদক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত, জেলা যুব মহিলা লীগ সভাপতি রাবেয়া খাতুন, সাধারণ সম্পাদক আলম তারা দুলি, জেলা শ্রমিক লীগ সভাপতি এম মালেক চৌধুরী, সাধারণ সম্পাদক আশরাফ খান আশা, জেলা কৃষক লীগ আহ্বায়ক সাদেকুর রহমান শরীফ প্রমুখ।

সভায় বঙ্গবন্ধু তনয়া ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ আহূত দুইদিন ব্যাপী কর্মসূচী ব্যাপক জমকালো আয়োজনে উদযাপন করতে এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আগামী ২৯ সেপ্টেম্বর জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভাটি ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষকে সাথে নিয়ে স্মরণকালের সবচেয়ে বড় জমায়েত করার জন্য সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন