গণমাধ্যমকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে যুক্ত করা যৌক্তিক হবে না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। রোববার রাতে (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমকে এ কথা বলেন তিনি। এর আগে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, গণমাধ্যমও ভিসা নীতিতে যুক্ত হবে।
ইকবাল সোবহান বলেন, গণমাধ্যমকে ভিসা নীতিতে যুক্ত করা যৌক্তিক হবে না। কারণ, গণমাধ্যম গণতন্ত্র, আইনের শাসনের কথা বলে। গণমাধ্যম তো আর রাজনীতির সঙ্গে জড়িত নয়, তারা স্বাধীন।
তিনি বলেন, আমেরিকার ভিসা নীতি সার্বিক পলিসির ওপর নির্ভর করে। তারা কিভাবে কী মনে করে গণমাধ্যমকেও যুক্ত করছে, তা আমাদের বোধগম্য নয়।