ভিসা নীতি কার্যকরের ঘোষণা ‘চপেটাঘাত’: ফখরুল

নিজস্ব প্রতিবেদক

সরকারপ্রধান যুক্তরাষ্ট্রে থাকা অবস্থায় ভিসা নীতি কার্যকর করার ঘোষণাকে ‘চপেটাঘাত’ বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতাসীনদের কেউ কেউ ভেবেছিলেন বাইডেনের সঙ্গে ছবি তুলে সব সুরাহা করা যাবে। কিন্তু করা গেছে? কী ভয়াবহ, ওখানেই ‘চপেটাঘাত’।

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

ভিসা নীতি প্রসঙ্গে সমাবেশে মির্জা ফখরুল বলেন, পরিষ্কারভাবে বলা হয়েছে, গণতন্ত্রের বিপক্ষে যারা দাঁড়াবে, যারা দাঁড়িয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, ভিসা নীতি স্বাধীন সার্বভৌম জাতির জন্য সম্মানজনক নয়। এই অসম্মান বয়ে আনার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগকে দায়ী করেন তিনি। এর পাশাপাশি তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকার জন্য গণতন্ত্রকে হত্যা করে, নির্বাচনব্যবস্থা ধ্বংস করে, মানুষের অধিকার কেড়ে নিয়ে এই সরকার ক্ষমতায় থাকতে চায়।

শেয়ার করুন