রুশ বাহিনীকে ঠেকাতে ইউক্রেনে আসছেন বিশেষজ্ঞরা

মত ও পথ ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার হামলা
ইউক্রেনে রাশিয়ার হামলা। ছবি : ইন্টারনেট

রাশিয়ার বিরুদ্ধে লড়তে সামরিক বিশেষজ্ঞদের শরণাপন্ন হতে যাচ্ছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্টের চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমাক বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইউক্রেনকে অস্ত্র সরবরাহের ঘোষণা দিয়েছে ইউরোপের বেশ কয়েকটি দেশ।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে আন্দ্রি ইয়ারমাক বলেন, ‘বিমান প্রতিরক্ষাসহ সামরিক সরঞ্জামের বিষয়ে পরিকল্পনা তৈরি করতে বিশেষজ্ঞরা অদূর ভবিষ্যতে ইউক্রেনে আসবেন।’

universel cardiac hospital

তিনি বলেন, ‘আমি মনে করি খুব শীঘ্রই বিশেষজ্ঞরা এখানে আসবেন। তারা আমাদের প্রয়োজনীয় সব কিছুর নিজস্ব উৎপাদনের জন্য একটি পরিকল্পনা তৈরি করবেন।’

বিশেষজ্ঞ দলটি আমেরিকান হবে কিনা তা অবশ্য স্পষ্ট করেননি ইয়ারমাক।

এদিকে ইউক্রেনকে সহায়তা করার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিকল্পনার অধীনে কয়েকটি দেশ গোলাবারুদের চাহিদা দিয়েছে।

ইইউ জানায়, ইউক্রেনে জরুরিভাবে প্রয়োজনীয় আর্টিলারি শেল সরবরাহ করতে এবং ক্ষয়প্রাপ্ত পশ্চিমা মজুদ পুনরায় সমৃদ্ধ করতে সাতটি ইইউ দেশ ইউরোপীয় ইউনিয়নের ক্রয় প্রকল্পের অধীনে গোলাবারুদের চাহিদা দিয়েছে।

চাহিদাগুলো ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থা (ইডিএ) দ্বারা সমঝোতা চুক্তির অধীনে দেওয়া হয়েছে। তবে এই সাত দেশের নাম বা চাহিদার আকার প্রকাশ করেনি ইডিএ।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন