ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, কানাডায় ভারতীয় কূটনীতিকদের হুমকি ও ভয়ভীতির পরিবেশে রাখা হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় ওয়াশিংটনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। খবর রয়টার্সের।
কানাডায় খালিস্তানপন্থী শিখদের আশ্রয় দেওয়া প্রশ্নে দীর্ঘদিন ধরেই দেশটির সঙ্গে ভারতের বিরোধ আছে। এর মধ্যে গত মাসের শুরুর দিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অভিযোগ করেন, জুনে শিখ নেতা হরদীপ সিং নিজ্জরকে হত্যার ঘটনায় ভারতীয় গুপ্তচরদের হাত আছে। ভারত এ অভিযোগ অস্বীকার করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে টানাপোড়েন শুরু হয়।
শুক্রবার ওয়াশিংটনে জয়শঙ্কর বলেন, কানাডায় তাঁর দেশের কূটনীতিকদের হুমকির মধ্যে রাখা হয়েছে। জয়শঙ্কর আরও বলেন, যেখানে (কানাডা) মতপ্রকাশের স্বাধীনতা দেওয়া হয়, সেখানে কূটনীতিকদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার বিষয়টিকে আমি গ্রহণযোগ্য বলে মনে করি না।
এ ব্যাপারে বক্তব্য জানতে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।