ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের ইন্তেকাল। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)
সোমবার (২ অক্টোবর) সকাল ৯টায় জেলা শহরের মুন্সেফপাড়া এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ বাদ আসর জেলা ঈদগাহ মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি এক ছেলে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এদিকে, তার মৃত্যুর খবরে জেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। সোমবার সকাল ৯টার দিকে ঘুমন্ত অবস্থায় তিনি মারা যান।
আল মামুন সরকার রেডক্রিসেন্ট সোসাইটির ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান। ছাত্রজীবন থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি এবং জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বও পালন করেন আল মামুন সরকার। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ছিলেন তিনি।