মুক্তির প্রথম দিনেই রেকর্ড গড়েছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা। শুধু ভারতেই আয় করেছিল ৭৫ কোটি রুপি। সেই ধারাবাহিকতা বজায় রাখল পরের দিনগুলোতেও। ইতোমধ্যেই ভারতে সর্বোচ্চ আয়ের তালিকায় সবার উপরে পৌঁছে গেছে ‘জওয়ান’।
গত ৭ সেপ্টেম্বর বিশ্বব্যাপী ১০ হাজার পর্দায় মুক্তি পায় ছবিটি। অ্যাটলি কুমার পরিচালিত এ সিনেমা মুক্তির পর কেটে গেছে ২৫ দিন। সময়ের সঙ্গে হলের সংখ্যা কমেছে। তারপরও বক্স অফিসে দাপট কমেনি। এ পর্যন্ত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ১০৭০.১ কোটি রুপি। সেইসঙ্গে শুধু ভারতে সবচেয়ে বেশি আয়ের বলিউড সিনেমার তকমাও এখন ‘জওয়ান’-এর দখলে।
বক্স অফিস কালেকশনে দেখা গেছে, ‘জওয়ান’ ২৫ দিনে ভারতে আয় করেছে ৬০৩.৭৪ কোটি রুপি। যা ভারতের সিনেমা ইতিহাসে সর্বোচ্চ। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল শাহরুখের ‘পাঠান’-এর। সিনেমাটি ভারতে আয় করে ৫৪৩.০৯ কোটি রুপি। ‘জওয়ান’ দিয়ে নিজের সিনেমার রেকর্ডই ভাঙলেন কিং খান।
ভারতে আয় করা বলিউডের তৃতীয় সিনেমা ‘গদর টু’। এটি আয় করেছে ৫২৪.৮ কোটি রুপি, চতুর্থ অবস্থানে রয়েছে আমির খানের ‘দঙ্গল’। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা ভারতে আয় করে ৩৮৭.৩৮ কোটি রুপি। পঞ্চম অবস্থানে রয়েছে রণবীরের ‘সাঞ্জু’ সিনেমা। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমা ভারতে আয় করে ৩৪২.৫৭ কোটি রুপি।
প্রসঙ্গত, দক্ষিণী জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমারের নির্মিত ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। এছাড়াও অভিনয় করেছেন— সানায়া মালহোত্রা, যোগী বাবু। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি।