আইএমএফের ২টি শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া ঋণের শর্তগুলোর মধ্যে দুইটি পূরণ করতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (৪ অক্টোবর) সকালে অনুষ্ঠিত বৈঠকে আইএমএফ-কে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা যায়, ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল—চলতি বছরের জুনের মধ্যে নিট আন্তর্জাতিক রিজার্ভ (এনআইআর) ২৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারে রাখা। তবে এই শর্ত পূরণ করতে পারেনি বাংলাদেশ ব্যাংক। এছাড়াও নির্ধারিত হারে ট্যাক্স রেভিনিউ অর্জন করতে পারেনি বাংলাদেশ।

বুধবার সকালে আইএমএফ ও কেন্দ্রীয় ব্যাংকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে ঋণের শর্তানুযায়ী যেসব সংস্কার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, সে বিষয়ে দাতা সংস্থাটিকে অবহিত করেছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া যে দুটি শর্ত পূরণ করতে কেন পারেনি, তার কারণও ব্যাখ্যা করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এদিন বিকালে বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আইএমএফ-এর ফার্স্ট রিভিউ আন্ডার দ্য ইসিএফ/ইএফএফ/আরএসএফ অ্যান্ড আর্টিকেল ফোর কনসালটেশন মিশন টিমের সঙ্গে উদ্বোধনী সভা ৪ অক্টোবর সকাল ৯টায় এএন হামিদুল্লাহ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় গভর্নরের নেতৃত্বে কেন্দ্রীয় ব্যাংকের টিম অংশগ্রহণ করে। এ সময় আইএমএফের সঙ্গে সম্মত অ্যাকশন আইটেমগুলো নিয়ে আলোচনা হয়। বৈঠকে এ বিষয়গুলোতে অর্জন-অগ্রগতি নিয়ে আলোচনা হয়। বেশ কিছু বিষয়ে উল্লেখযোগ্য অর্জন থাকলেও দুটি বিষয়ে লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হয়নি। ক্ষেত্রগুলো হচ্ছে— নির্ধারিত রিজার্ভ সংরক্ষণ ও নির্ধারিত হারে ট্যাক্স রেভিনিউ অর্জন। এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক ও সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপের বিষয়ে মিশনকে অবহিত করা হয়। আগামী দুই সপ্তাহে মিশন বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বিশদ আলোচনা শেষে ১৯ অক্টোবর সমাপনী সভা অনুষ্ঠিত হবে। সেখানে সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে সার্বিক আলোচনা উঠে আসবে।’

শেয়ার করুন