এক সপ্তাহের মধ্যে আরেক ইসরায়েলি মন্ত্রী সৌদি সফরে

মত ও পথ ডেস্ক

এক সপ্তাহের কম সময়ের মধ্যে ইসরায়েলের আরেক মন্ত্রী সৌদি আরবে গেলেন। জাতিসংঘের এক সম্মেলনে যোগ দিতে গত সোমবার ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি সৌদি আরবের রাজধানী রিয়াদে পৌঁছান। তার মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক অনেকটা স্বাভাবিক হয়ে আসবে বলে জল্পনাকল্পনা চলছে। খবর এএফপির।

গত ২৬ সেপ্টেম্বর সৌদি আরবে দুই দিনের সফরে যান ইসরায়েলের পর্যটনমন্ত্রী হাইম কাৎজ। তিনি সরকারিভাবে সৌদি সফর করা ইসরায়েলের প্রথম কোনো মন্ত্রী।

universel cardiac hospital

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমো কারহি রিয়াদে ইউনিভার্সাল পোস্টাল ইউনিয়নের এক বৈঠকে যোগ দেবেন। ডাক পরিষেবা খাতে আন্তর্জাতিক সহযোগিতাকে সহজীকরণ করার উদ্দেশ্যে জাতিসংঘের বিশেষায়িত সংস্থা এটি।

কারহি তার সফরে ভাষণ দেওয়ার পাশাপাশি সৌদি আরবে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, তুরস্কের যোগাযোগমন্ত্রীসহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

শেয়ার করুন