পুলিশের অনুমতি মেলেনি, তবু সমাবেশ করতে চায় বিএনপি

চট্টগ্রাম প্রতিনিধি

বিএনপি
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়িতে আগামীকাল বৃহস্পতিবার রোডমার্চ-পরবর্তী সমাবেশের অনুমতি পায়নি বিএনপি। দলের নেতাকর্মীরা গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত এ বিষয়ে পুলিশের অনুমতি পাননি বলে জানান। তবে বিএনপির নেতারা বলছেন, ‘যে কোনো মূল্যেই’ তারা সেখানে সমাবেশ করবেন।

রোডমার্চ-পরবর্তী সমাবেশ আগামীকাল বিকেলে নগরের কাজীর দেউড়িতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে সমাবেশ করার জন্য গত রোববার চট্টগ্রাম নগর বিএনপির পক্ষ থেকে অনুমতি চেয়ে নগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে।

universel cardiac hospital

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। প্রধান বক্তা থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ১৯ সেপ্টেম্বর শুরু হওয়া ১৫ দিনের রোডমার্চ কর্মসূচি চট্টগ্রাম দিয়ে শেষ হবে আগামীকাল।

সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা নগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বলেন, আমরা এখনো অনুমতি পাইনি। তবে আশা করি পাব। কাজীর দেউড়িতেই সমাবেশ হবে।

কাজীর দেউড়িতে সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি এখনো যাচাই-বাছাই চলছে বলে জানান নগর পুলিশের উপকমিশনার (নগর বিশেষ শাখা) মঞ্জুর মোরশেদ। তিনি বলেন, আগামীকাল সপ্তাহের শেষ কর্মদিবস। শহরে যানজটসহ সব বিষয় বিবেচনা করা হচ্ছে।

শেয়ার করুন