বাংলাদেশে ভারতীয় সংবাদ পোর্টাল ‘নর্থইস্ট’ বন্ধ

নিজস্ব প্রতিবেদক

বিটিআরসি

বাংলাদেশে ভারতীয় সংবাদ পোর্টাল ‘নর্থইস্ট নিউজ’ বন্ধ করা হয়েছে। বাংলাদেশের রাজনীতি নিয়ে লেখা ছাপিয়ে আলোচনায় এসেছিল পোর্টালটি। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) নির্দেশে সংবাদ পোর্টালটি বন্ধ করা হয়েছে। পোর্টালটি যাতে দেখা না যায়, সে জন্য ব্যবস্থা নিতে গত সেপ্টেম্বরের শেষ দিকে মোবাইল অপারেটর এবং আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের ই–মেইলে নির্দেশ দেয় বিটিআরসি।

ওই ই–মেইল এই প্রতিবেদক দেখেছেন। তাতে লেখা হয়, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সাইটটি বন্ধের জন্য বলা হচ্ছে। অনলাইনভিত্তিক নর্থইস্ট পোর্টালটি উত্তর-পূর্ব ভারতকেন্দ্রিক খবর প্রকাশ করে। সম্প্রতি ওয়েবসাইটটিতে চন্দন নন্দী নামের একজন ভারতীয় সাংবাদিকের বাংলাদেশের রাজনীতি ও ভিসা নীতি নিয়ে বেশ কিছু লেখা প্রকাশিত হয়। যার ফলে সাইটটি বাংলাদেশেও কিছুটা পরিচিতি পেয়েছিল।

universel cardiac hospital

মঙ্গলবার সন্ধ্যায় ও রাতে কয়েক দফা চেষ্টা করে নর্থইস্টের ওয়েবসাইটে প্রবেশ করা যায়নি।

শেয়ার করুন