চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলাকারীদের শাস্তি দাবিতে ঢাকায় সমাবেশ

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে কবি রাধাপদ রায়ের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনটির নেতারা বলেছেন, বাংলাদেশের চেহারা রাধাপদ রায়ের পিঠের চেহারার মতোই ক্ষতবিক্ষত। একদিকে আছে একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী সাম্প্রদায়িক শক্তি, অন্যদিকে বিভিন্ন সময়ে রাষ্ট্রক্ষমতায় আসীন ব্যক্তিরা তাদের পৃষ্ঠপোষকতা করেছে। এর অংশ হিসেবেই অশীতিপর চারণ কবি রাধাপদ রায়ের ওপর হামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বৃষ্টির মধ্যে মেট্রোরেলের নিচে সমাবেশে এসব কথা বলেন উদীচীর নেতারা৷ গত শনিবার সকালে নাগেশ্বরীর গোদ্দারেরপাড় এলাকায় নিজ বাড়িতে রাধাপদ রায় হামলার শিকার হন। পাশের এলাকার দুই ভাই মো. রফিকুল ইসলাম ও কদুর আলী এ হামলা করেন বলে অভিযোগ। কবিকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটানো হয়। এ ঘটনায় ইতিমধ্যে একজন গ্রেপ্তার হয়েছেন।

সমাবেশে সভাপতিত্ব করেন উদীচীর কেন্দ্রীয় সভাপতি বদিউর রহমান। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত এই দেশে একজন কবি-লেখক নিগৃহীত হবেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় হতাশা প্রকাশ করে তিনি বলেন, আমরা যেন পেছনের দিকে যাচ্ছি। কূপমণ্ডূকতা আমাদের পেছনে টেনে নিচ্ছে। আমাদের কূপমণ্ডূকতার কাছে আত্মসমর্পণ না করার শপথ নিতে হবে। তাহলেই আমাদের মহান মুক্তিযুদ্ধের অর্জন সার্থক হবে।

বাংলাদেশের আকাশ অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে বলে মন্তব্য করেন উদীচীর সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে। তিনি বলেন, সাম্প্রদায়িক হামলা-নির্যাতনের মধ্য দিয়ে দেশের মামুষকে একটা অস্থিরতার মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। বাংলাদেশের চেহারা রাধাপদ রায়ের পিঠের চেহারার মতোই ক্ষতবিক্ষত। মানুষ তার অধিকারের কথা যাতে বলতে না পারে, সে জন্য আইন করা হচ্ছে।

কবিকে শুধু পিটিয়ে জখম নয়, তাঁকে সাম্প্রদায়িক উসকানিমূলক কথাও বলা হয়েছে বলে উল্লেখ করে অমিত রঞ্জন বলেন, এ ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে।

উদীচীর সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমামের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে যুব ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি খান আসাদুজ্জামান, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক জীবনানন্দ জয়ন্ত ও আকরামুল হক, রঘু অভিজিৎ রায় প্রমুখ বক্তব্য দেন।

শেয়ার করুন