খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে মেডিকেল বোর্ডের সংবাদ সম্মেলন কাল

নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়া
ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাতে তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সংবাদ সম্মেলন ডেকেছে। ঢাকার এভারকেয়ার হাসপাতালের ১১ তলার মিলনায়তনে আগামীকাল সোমবার সকাল ৯টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মেডিকেল বোর্ডের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে তাঁর মেডিকেল বোর্ডের একাধিক সদস্য জানিয়েছেন। দুই মাসের বেশি সময় ধরে ঢাকায় এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। গত ৯ আগস্ট তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

universel cardiac hospital

বিএনপির নেত্রীর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন আজ বলেন, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করা জরুরি হয়ে পড়েছে। কিন্তু এটি দেশে করা সম্ভব নয়। এমন পরিস্থিতিতে তাঁকে যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

জাহিদ হোসেন উল্লেখ করেন, ৭৮ বছর বয়সী খালেদা জিয়াকে যেহেতু যথাযথ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না, সে কারণে লিভার সিরোসিসের প্রভাবে তাঁর হৃদ্‌যন্ত্র ও কিডনির জটিলতা বেড়েই চলেছে। উন্নতির কোনো লক্ষণ নেই। ফলে কখনো তিনি কিছুটা সুস্থ থাকছেন, আবার পরক্ষণেই স্বাস্থ্যের অবনতি হচ্ছে।

শেয়ার করুন