চলে গেলেন কবি আজিজুর রহমান আজিজ

নিজস্ব প্রতিবেদক

সাবেক সচিব, দেশের প্রথম প্রধান তথ্য কমিশনার, কবি, গীতিকার ও ঔপন্যাসিক আজিজুর রহমান আজিজ মারা গেছেন।

সোমবার (৯ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।

universel cardiac hospital

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। মঙ্গলবার (১০ অক্টোবর) শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তিনি বলেন, ‘এই শহরের জীবন্ত কবি নামে খ্যাত আজিজুর রহমান আজিজের প্রকাশিত বহু গল্প, কবিতা, উপন্যাস ও গান পাঠক সমাজে বেশ জনপ্রিয়। তার মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে সাহিত্যপ্রমী মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’

আজিজুর রহমান আজিজ বাংলা অ্যাকাডেমির ফেলো, সাবেক সচিব, বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদের প্রধান উপদেষ্টা, রবীন্দ্র অ্যাকাডেমির সভাপতি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরের প্রতিষ্ঠাতা ও সম্পাদনা পর্ষদের সভাপতি ছিলেন।

শেয়ার করুন