বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, কোনো মানুষই সমালোচনার উর্ধ্বে নয়। ভুল এবং ত্রুটি মানুষের জীবনে থাকবেই। এই কথা মনে রেখেই আমাদেরকে কাজ করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকারের স্মরণে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ আয়োজিত শোক সভা, দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোকতাদির চৌধুরী বলেন, আল-মামুন সরকার যখন কলেজের ছাত্র, তখন তাকে ভিপি বানাতে এসে ওবায়দুল কাদের সাহেবসহ আমি বিএনপির মার খেয়ে এখান থেকে ভাগতে হয়েছিল। সেদিন থেকে আল-মামুন সরকার মৃত্যুর আগপর্যন্ত আমার সাথে সম্পর্কযুক্ত ছিল এবং আমরা একসঙ্গে ছিলাম। মাঝখানে যখন আল-মামুন সরকার আব্দুর রাজ্জাক সাহেবের বাকশালে চলে যায়, তখন আমি বিদেশে ছিলাম। আমি বিদেশ থেকে এসে তাকে আবার ছাত্রলীগে ফেরত নিয়ে আসি। এভাবে অনেক ঘটনার সাথে আমার যুক্ততা।
তিনি বলেন, আমার ধারণায় আল-মামুন সরকার একজন রাজনীতিবিদের চেয়ে বেশি সমাজকর্মী ছিলেন। দুস্ত মানুষকে নিয়ে কাজ করতে তিনি ভালোবাসতেন। রাজনীতির ময়দানে তাঁর অবদান কতটুকু, এটি ভবিষ্যতই বলবে। কিন্তু সমাজকর্মী হিসেবে তাঁর অভাব আমরা প্রতিনিয়তই অনুভব করবো।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এম, এম, মাহমুদুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও প্রমুখ।