ইসরায়েলে হামলা চালিয়ে হামাস সদস্যরা যেসব ব্যক্তিকে ধরে এনে বন্দী করেছেন, তাদেরকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি ও গ্যাস সরবরাহ করা হবে না বলে জানিয়েছে ইসরায়েল। আজ বৃহস্পতিবার এক্সে (সাবেক টুইটার) দেশটির জ্বালানিমন্ত্রী ইসরায়েল কাৎজ এ কথা বলেন। খবর বিবিসির।
ইসরায়েল কাৎজ বলেন, যতক্ষণ পর্যন্ত অপহৃত ব্যক্তিদের মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ গাজায় বিদ্যুতের কোনো সুইচ চালু করা হবে না, পানি সরবরাহের কোনো পথ খুলে দেওয়া হবে না এবং জ্বালানির কোনো ট্যাংক প্রবেশ করতে দেওয়া হবে না।
গত শনিবার গাজা থেকে ইসরায়েলে হামাসের হামলার পর টানা ছয় দিন ধরে দুই পক্ষের সংঘাত চলছে। এরই মধ্যে সোমবার গাজাকে পুরোপুরি অবরুদ্ধ করার ঘোষণা দেয় ইসরায়েল। ওই ঘোষণা অনুযায়ী উপত্যকাটিতে বিদ্যুৎ, পানি, খাবার ও জ্বালানি সরবরাহ বন্ধ করা হয়েছে।