বিশ্বজুড়ে ফিলিস্তিনের পক্ষে মানুষের সমাবেশ

মত ও পথ ডেস্ক

সারাবিশ্বে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ হয়েছে। অস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস থেকে শুরু করে ব্রাজিলের সাও পাওলো পর্যন্ত হাজারো মানুষ ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছে। বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

যুক্তরাষ্ট্রের শিকাগোর সড়কে হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক মিছিল করেছে বলেও জানিয়েছে বিবিসি। মিশর, ইরান, কাতার, মালয়েশিয়াসহ অনেক দেশে বিক্ষোভ মিছিল হয়েছে।

এদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত ব্যক্তিদের স্মরণেও বিশ্বের বিভিন্ন প্রান্তে মোমবাতি প্রজ্বলন করেছে মানুষ। ইসরায়েলে ১০ নেপালি শিক্ষার্থীর স্মরণে নেপালে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান করেছে দেশটির শিক্ষার্থীরা। এ ছাড়া অস্ট্রেলিয়ার সিডনি এবং বুলগেরিয়ার সোফিয়ার সালভেশন স্মৃতিস্তম্ভের সামনে শত শত মানুষ জড়ো হয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়েছে হামাস। হামাসের এই হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। পাল্টাপাল্টি হামলায় এরই মধ্যে দুই দেশের নিহতের সংখ্যা ২২০০ ছাড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার মানুষ। দুই দেশের মধ্যে এখনো লড়াই চলছে। ফলে হতাহতের এই সংখ্যা আরও বাড়বে বলে জানিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা।

শেয়ার করুন