১৪ দলীয় জোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আল মামুন সরকারের প্রয়াণে পদটি শূণ্য হয়।
গত ১২ অক্টোবর শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতবৃন্দের সাথে পরামর্শক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি হাজি মো.হেলাল উদ্দিনকে এ দায়িত্ব প্রদান করেন।
হাজি মো.হেলাল উদ্দিন জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ছোট ভাই। তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন বাংলাদেশ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ও সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।