১৪ দলীয় জোট জেলা সমন্বয়কের দায়িত্ব পেলেন হাজি হেলাল উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

১৪ দলীয় জোট ব্রাহ্মণবাড়িয়া জেলার সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলীয় জোটের সমন্বয়ক আল মামুন সরকারের প্রয়াণে পদটি শূণ্য হয়।

গত ১২ অক্টোবর শহরের হালদারপাড়াস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের জ্যেষ্ঠ নেতবৃন্দের সাথে পরামর্শক্রমে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি হাজি মো.হেলাল উদ্দিনকে এ দায়িত্ব প্রদান করেন।

হাজি মো.হেলাল উদ্দিন জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখনের ছোট ভাই। তিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালীন বাংলাদেশ ছাত্রলীগের কার্যকরী কমিটির সদস্য ও সহ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্রজীবন শেষে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক, প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও সহসভাপতির দায়িত্ব পালন করেছেন।

শেয়ার করুন