মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি গাজায় ত্রাণ সহায়তা পৌঁছাতে রাফাহ সীমান্ত খুলে দিতে রাজি হয়েছেন। এই সীমান্ত দিয়ে ত্রাণবাহী সর্বোচ্চ ২০টি ট্রাক ঢুকতে পারবে। খবর-বিবিসি
মানবিক সাহায্য বহনকারী ট্রাকগুলো সারিবদ্ধভাবে রাফাহ সীমান্তের মিসর অংশে প্রস্তুত রয়েছে। এই সিদ্ধান্ত এমন সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল সফর শেষে দেশে ফিরলেন। তিনি গাজার একটি হাসপাতালে বিস্ফোরণে জড়িত থাকার বিষয়ে ইসরায়েলের জোরাল অস্বীকারকে সমর্থন করেছিলেন।
মিসর ও যুক্তরাষ্ট্র গাজায় সাহায্যের অনুমতি দিতে সম্মত হওয়ার পর এই সীমান্ত এখন খোলার অপেক্ষায় রয়েছে। রাস্তা মেরামতের কথা জানিয়ে বাইডেন বলেন, শুক্রবারের আগে এসব ত্রাণবাহী ট্রাক সম্ভবত রওনা হবে না।
ইসরায়েলের সম্ভাব্য স্থল হামলার আশঙ্কায় বাস্তুহারাদের সরিয়ে নেওয়ার জন্য সতর্কতার পর গাজা থেকে বহু মানুষ দক্ষিণ অংশে মিসরের সীমান্তের রাফাহ ক্রসিংয়ের দিকে চলে গেছেন। সীমান্তটি খুলে দেওয়ার ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা চালুর আলোচনা চলছিল কয়েকদিন ধরে।
৭ অক্টোবর হামাসের রকেট হামলার পর ইসরায়েল বিমান হামলা শুরু করার পর গাজা থেকে বেরিয়ে আসার সব পথ বন্ধ রয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বারের মতো সোমবার ইসরায়েল সফরে যান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এই অঞ্চলের ছয়টি আরব দেশ সফরের পর তিনি মানবিক সহায়তা সরবারহ ও বিদেশি পাসপোর্টধারীদের সরিয়ে নিতে সীমান্তটি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে আলোচনা করতে ইসরাইলে যান।
ব্লিঙ্কেন ও যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লিভারলি দুজনই বলেন, তারা রাফাহ সীমান্ত আবার চালু করতে ইসরায়েল, মিসর ও অন্যান্য নেতৃস্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে কাজ করছেন।
ইসরায়েলি সামরিক বাহিনী গাজা অবরোধ করায় হামাস-নিয়ন্ত্রিত অঞ্চলে অন্যান্য প্রবেশপথগুলো বন্ধ রয়েছে। হামাসের হামলার জবাবে গাজায় বিমান হামলা শুরু করার আগে পানি, খাদ্য ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দেয় ইসরায়েল।