বাইডেনের ভাষণের কঠোর সমালোচনা রিপাবলিকানদের

মত ও পথ ডেস্ক

ফাইল ছবি

ইসরায়েল ও ইউক্রেন ইস্যুতে টেলিভিশনে জাতির উদ্দেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া ভাষণের কঠোর সমালোচনা করেছেন বিরোধী রিপাবলিকান দলের নেতারা। বাইডেনের ভাষণের পরপরই তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছেন।

ওহিও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স দুটি যুদ্ধে আমেরিকাকে যুক্ত করার জন্য বাইডেনের সমালোচনা করেছেন। তিনি আগেও ইউক্রেনকে সাহায্যের বিরোধিতা এবং এটিকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেছিলেন।

universel cardiac hospital

জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক টুইটে বলেন, বাইডেন ইসরায়েলে মৃত শিশুদের ব্যবহার করছেন তার সর্বনাশা ইউক্রেন নীতি আমেরিকানদের কাছে বিক্রি করার জন্য। খবর-বিবিসি

তিনি বলেন, ইউক্রেন ও ইসরায়েল এক নয়, তাদের সমস্যাও এক নয়। রাজনৈতিক আবরণের জন্য ইসরায়েলকে ব্যবহার করার এই প্রচেষ্টা আপত্তিকর।

টেনেসি সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন পোস্ট করেছেন, ইউক্রেনে সহায়তার সঙ্গে ইসরায়েলকে সহায়তা এক করা উচিত নয়।

আরকানসাসের সিনেটর টম কটন হতাশা প্রকাশ করেছেন। কারণ বাইডেন তার বক্তৃতায় ইরানের ওপর বেশি গুরুত্ব দেননি।

তিনি বলেছেন, বাইডেনের উচিত অবিলম্বে ইরানকে সতর্ক করা। আমেরিকানদের বিরুদ্ধে তাদের যেকোনো উসকানি আমেরিকার বিরুদ্ধে ইরানের সরাসরি আক্রমণ হিসেবে বিবেচিত হবে। এজন্য ব্যাপক প্রতিশোধের মুখোমুখি হবে তাদের।

শেয়ার করুন