বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়া-৩-(সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, আমরা উন্নয়নের কাজ করি, গল্প করি না।
আজ শুক্রবার (২০ অক্টোবর) সকালে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রী নিবাসের সামনে নির্মিত বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ম্যুরাল উদ্বোধন শেষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষত পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মোকতাদির চৌধুরী আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের প্রতিটি উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছে শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ উন্নয়ন আর কাজ করে, গল্প করে না।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগনের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করছেন।
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খান রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ হামজা মাহমুদ এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর এ জেড আরিফ হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রবিউল হোসেন রুবেল ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ খান শ্রাবণ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট লোকমান হোসেনসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। ৮ লাখ টাকা ব্যয়ে ম্যুরালটি নির্মাণ করা হয়।