স্বামীর যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ১০ বছরের সংসার ছাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

মত ও পথ ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ছবি : রয়টার্স

টেলিভিশন শোতে নারী সহকর্মীর প্রতি স্বামীর যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জেরে বিচ্ছেদ ঘটালেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ১০ বছরের এই দাম্পত্য জীবনের ইতি টানার কথা শুক্রবার নিজেই জানান তিনি। তাদের একটি ছোট্ট কন্যাসন্তান রয়েছে। খবর এনডিটিভির

মেলোনির স্বামী আন্দ্রেয়া গিয়ামব্রুনো টেলিভিশন সাংবাদিক। তিনি বেশ কিছুদিন ধরে টিভিতে সম্প্রচারিত যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন।

universel cardiac hospital

মেলোনি ফেসবুকে লিখেছেন, আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার সম্পর্ক প্রায় ১০ বছর স্থায়ী হয়েছে। তবে তা এখানেই শেষ। আমাদের পথ কিছু সময়ের জন্য ভিন্ন হয়েছে। এখন এটি স্বীকার করার সময় এসেছে।

স্বামী গিয়ামব্রুনো সংবাদভিত্তিক অনুষ্ঠানের উপস্থাপক। চলতি সপ্তাহে একটি শোতে গিয়ামব্রুনোর অনুষ্ঠানের অপ্রকাশিত কিছু কথা ও ভিডিও সম্প্রচার করা হয়। যাতে দেখা যায়, তিনি এক নারী সহকর্মীর কাছে এগিয়ে যাচ্ছেন এবং নারীকে বলছেন, কেন আমি তোমার সঙ্গে আগে দেখা করিনি?

বৃহস্পতিবার আরেকটি স্পষ্ট ভিডিও প্রকাশ পায়। যেখানে গিয়ামব্রুনোকে নারী সহকর্মীদের বলতে শোনা যায়, দলবদ্ধ যৌনাচারে অংশ নিলে তারা তার পক্ষে কাজ করতে পারে।

এসব বিষয় নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরই মেলোনি স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নেন।

শেয়ার করুন