গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের ৬৪ শতাংশ নারী-শিশু

মত ও পথ ডেস্ক

গাজায় ইসরায়েলের হামলায় বাস্তুহারা নারী ও শিশু। ছবি : বিবিসি

গাজায় ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪ হাজার ৬৫১ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরাইয়েলের মধ্যে এই সংঘাতে নিহতদের মধ্যে ১ হাজার ৮৭৩ জন শিশু রয়েছে।

এছাড়া নারীর সংখ্যা ১ হাজার ১০১ জন। নিহতদের মধ্যে পুরুষ রয়েছে ১ হাজার ৬৭৭ জন। খবর : বিবিসি

universel cardiac hospital

হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, ইসরায়েলের মামলায় আহত হয়েছেন ১৪ হাজার ২৪৫ জন বেসামরিক ফিলিস্তিনি নাগরিক।

এতে আরও বলা হয়, হতাহতদের মধ্যে ৮৩৯ জন দক্ষিণ গাজায় প্রাণ হারিয়েছেন যেখানে উত্তরাঞ্চলের লোকজনকে পালিয়ে যেতে বলা হয়েছে।

পরিসংখ্যান অনুযায়ী, হতাহতদের মধ্যে ৬৪ শতাংশ শিশু ও নারী। এছাড়া এখনও অনেক মানুষ বিধ্বস্ত বাড়িঘরের নিচে আটকা পড়ে আছেন।

এদিকে ইসরায়েল জানিয়েছে, হামাসের হামলা ও তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দেশটির নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন। আহত হয়েছেন ৪ হাজার ৬২৯ জন। নিহতদের মধ্যে ৩৬৩ সেনা ও পুলিশ সদস্য।

শেয়ার করুন