যাদের প্রতি সেঞ্চুরি উৎসর্গ করলেন মাহমুদউল্লাহ

মত ও পথ ডেস্ক

মাহমুদউল্লাহ রিয়াদ। সংগৃহীত ছবি

মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অতীতে কী পার করে এসেছেন সেটাই যেন ভুলিয়ে দিতে চাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাত নম্বর পজিশনে তাকে ব্যাটিংয়ে নামানোর মাধ্যমে পক্ষান্তরে তার বড় ইনিংস খেলার পথ বন্ধ করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট! তাও অবশ্য সুযোগ মিলছে, বিশ্বকাপের দলেই যে তার জায়গা পাওয়া নিয়ে ঝক্কি-ঝামেলা পোহাতে হয়েছে রিয়াদকে। কিন্তু সেই সময়ও সমর্থকদের বড় একটা অংশকে পাশে পেয়েছেন তিনি, যার যোগ্য প্রতিদানও দিয়েছেন।

সংবাদ সম্মেলনে নিজের সেঞ্চুরির উল্লাস কি প্রতিবাদের ভাষা ছিল- এমন প্রশ্নে এক কথায় বলেন, ‘আলহামদুলিল্লাহ’। পরে অবশ্য ড্রেসিংরুমের পথ ধরার সময় বলেন, ‘আমি নিজেকে নিয়ে নয়, উপরে আল্লাহ আছেন এটাই বুঝিয়েছি।’

universel cardiac hospital

অভিজ্ঞ অলরাউন্ডারের এই সেঞ্চুরিটা কি প্রতিবাদের একটা ভাষাও? উত্তরে সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, ‘কোনো প্রতিবাদের ভাষা ছিল না। সেঞ্চুরি হয়েছে। এটা শুধু তার সেলিব্রেশন ছিল। যদি জিততে পারতাম তাহলে বুনো উল্লাস করতাম।’

সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করছেন এর উত্তরে রিয়াদ বলেন, ‘আমার পরিবারকে উৎসর্গ করবো। আর বিশেষত শেষ তিন মাসে যারা আমাকে সমর্থন দিয়েছেন, যারা আমার জন্য দোয়া করেছেন তাদের জন্য।’

এরপর সাংবাদিকদের উদ্দেশে রিয়াদ বলেন, ‘যারা আমাকে ওই সময় সাপোর্ট করেছেন, আপনাদের মধ্য থেকে তাদের ধন্যবাদ। আর যারা করেননি তাদেরও ধন্যবাদ। ’

ওয়ানডে ক্যারিয়ারে রিয়াদ সেঞ্চুরির দেখা পেয়েছেন চারবার। যার তিনটি বিশ্বকাপে এবং একটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সবশেষ তিনি ম্যাজিক ফিগার পূর্ণ করেছিলেন ২০১৭ সালে। ৭ বছর পর এসে রিয়াদ ফের দেখা পেলেন সেঞ্চুরির। যার স্মৃতিচারণে মাহমুদউল্লাহ বলেন, ‘২০১৫—এর কথা যদি বলি, ম্যাচ জিতেছিলাম। অবশ্যই ভালো লাগাটা স্বাভাবিক। আমার নিয়ন্ত্রণে যা আছে সেটি হচ্ছে দলের জন্য চেষ্টা করা, আমি সেটাই করতে পারি।’

শেয়ার করুন