আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, আমরা দেখেছি, এই বিএনপি–জামায়াত ষড়যন্ত্র করে গতকাল শনিবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যকে হত্যা করেছে। দেশে এখন আর কেউ বিচারের ঊর্ধ্বে নয়। এটার বিচার ত্বরিত গতিতে করা হবে, কথা দিয়ে গেলাম। আজ রোববার সকালে গাজীপুর মহানগরীর মারিয়ালীতে নবনির্মিত রেজিস্ট্রেশন কমপ্লেক্স উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন আইনমন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
আনিসুল হক বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। রাজনীতি গণতন্ত্রের একটি অংশ। কিন্তু রাজনীতির নামে যদি সহিংসতা করা হয়, তাহলে আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নিতে বলব। আপনারা দেখেছেন, প্রধান বিচারপতির বাসভবনের ফটকে লাথি মেরেছে। আমি মনে করি, এটা বিচার বিভাগের ফটকে লাথি মারা হয়েছে। আমি মনে করি, যারা বিচার বিভাগে কাজ করেন, তাদের বুকে লাথি মারা হয়েছে। এটির অবশ্যই বিচার করা হবে।
আইনমন্ত্রী বলেন, স্বার্থ ও ক্ষমতা- এটাই বিএনপির রাজনীতি। বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করার জন্য বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন ব্যাহত করতে দেওয়া হবে না।